Sunday, November 27, 2016

Countable and Uncountable এর পার্থক্য

কিছু  Noun আছে গণনা করা যায়, কিছু যায় না । যে Noun কে  গণনা করা যায় তাদের Countable Noun  ( সংক্ষেপে C ) বলে যেমন ঃ book , pen , Umbrella
আমরা এভাবে লিখতে পারি ,

Tow books

Four pans

One umbrella 



আবার কিছু Noun আছে তাদের গণনা করা যায় না তাদের ( সংক্ষেপে U ) কে Uncountable Noun বলে  ।

Example :

Information

Water

Biology


# Countable ও Uncountable Noun এর চারটা বিষয় মনে রাখা দরকার

১ )  Countable  Nouns কে plural  করা যাবে ।

২ ) Uncountable Nouns কে plural করা যাবে না ।

৩) Countable  Nouns যদি singular হয় তবে তার আগে a/an বসাতে হবে ।

৪) Uncountable  Nouns  এর  আগে a/an বসাতে হবে ।


তাহলে কোন Noun গুলো Uncountable তা জানা একান্ত জরুরী । নিচে এখন তাদের শ্রেণী গুলো কি তাই তুলে ধরবে ।

a) Fluids ( তরল পদার্থ   ) : water, oil, ink,


b) Gasses ( বায়বীয় পদার্থ  ): hydrogen, air, smoke


c) Natural phenomena ( প্রাকৃতিক ব্যাপার )  : heat, darkness, sunshine


d) Materials too small to be counted ( গুণা যায় না এমন ছোট ছোট পদার্থ  ) : rice, salt, flour

e) Academic disciplines ( প্যাঠ বিষয় ) : mathematics, geography, physics.

f) Abstractions ( দেখা বা ধরা যায় না এমন কিছু  ) : Love, beauty, freedom

g) Other intangibles( অন্যান্য অদৃশ্য বিষয় )  :work, advice, information

H) Diseases ( ব্যাধি ) : malaria, cholera, influenza

i) Languages ( ভাষা ): Bengali, English, German,

J) Games ( খেলাধূলা ) : Cricket, Football, chess,

k) Solid substances ( কঠিন বা শক্ত জিনিস বা পদার্থ  ) : earth, bread, cotton

I) Verbal nouns ( verb থেকে সৃষ্টি noun ) :  cooking, walking , running ,



তবে Uncountable Noun কেউ Countable করা যায় কিছু পরিমাপ করা যায় এমন শব্দ যুক্ত করে ।

Example : A glass of milk

                Two cups of water
 
                a bag of rice


Sunday, October 16, 2016

Noun

Noun : যে কোন কিছুর নামই Noun ।
আমরা Noun কে প্রথম দৃষ্টি কোন থেকে দুটি ভাগে ভাগ করা যায়  ।

1. Concrete Noun

2. Abstract Noun

* Concrete Noun : এই ভাগের Noun গুলোর অস্তিত্ব বিদ্যমান যা আমরা অনুভব করতে পারব বা দেখা যায় বা গন্ধ দিয়ে অনুভব করা যায় , ছোঁয়া যায় ,আস্বাদন বা স্বাদ নেওয়া যায় অর্থাৎ এই প্রকার Noun গুলোর বাহ্যিক অস্তিত্ব থাকবে ।
Example : যা দেখা যায়ঃ  cow, book, gold, rice , animal  , etc

 যার গন্ধ নেওয়া যায়ঃ      air, gas ,  odour etc.

* Concrete Noun কে আবার চার ভাগে ভাগ করা যায় 

a. Proper Noun : কোন একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ,স্থান, প্রভৃতির   নাম বুঝায় তাকে   Proper Noun  বলে

b. Common Noun : কোন এক শ্রেণীর  ব্যক্তি বা বস্তুর  প্রত্যেকের একটি সাধারণ নাম বুঝায়  তাকে   Common Noun বলে 




c. Collective Noun : একজাতীয়  ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বুঝায়  তাকে  Collective Noun বলে ।
  
Example : Navy, Flock , party , committee , crowd, band, fleet , 


একটু লক্ষ্য করুণ এখানে  Navy ( নৌ সেনাদল ) হল Collective Noun  কারন কতিপয়  ব্যক্তি  একত্রে এই সেনাদল গঠিত , ধরুন এই দলে যারা আছে তাদের নাম , সাব্বির , সাকিব , মাশরাফি , নাসির, এদের দ্বারা গঠিত এই ( Navy ) নৌ সেনাদল  এই এদের সমষ্টি হল  Collective Noun  এবং তাদের প্রত্যেক জনের নাম Proper Noun আবার যদি বলি এরা সবাই মানুষ ( Man ) তাহলে এই  man হবে  Common Noun । 

এভাবে  Flock ( ঝাক ) Collective Noun  =  crow ( কাক  ) Proper Noun   = Bird ( পাখি  ) Common Noun

এভাবে চিন্তা করে দেখুন সব বুজতে পারবেন ।


d. Material Noun : যে বস্তুকে  একক ভাবে গণনা করা যায় না   তাকে  Material Noun বলে ।


Example : salt , rice , water , gold, etc


2. Abstract Nounঃ 2. Abstract Noun নের কোন অস্তিত্ব নেই, একে শুধু  কল্পনা করা যার । আর কল্পনার বস্তুকে দেখা যায় না , ধরা যায় না , ছোঁয়া যায় না , গন্ধ দিয়ে অনুভব করা যায় না স্বাদ নেওয়া যায় না ।

Example : Poverty  ( দারিদ্রতা  )

                Truth     ( সত্যতা  )

                Thought ( ভাবনা  )
               
                 Life       ( জীবন   )


এবার এই Noun কে অন্য ভাবে চিনবো ঃ


Adil lives in Dhaka . He is a shopkeeper . He sells cigarettes and somehow manages to support 

his family . But he hates smoking because it is dangerous to health

উপরের নীল কালি দিয়ে লেখা word গুলো Noun , কারন এগুলো নাম বাচক শব্দ ।    এবার আমারা  নীল কালি দিয়ে লেখা word গুলো নেই এবং কি ধরনের নাম প্রকাস করছে টা জানি  । 

1. Adil              ( ব্যক্তির নাম )

2. Dhaka           ( স্থানের নাম )

 3.shopkeeper .  ( এক শ্রেণীর মানুষের নাম )

4. cigarettes      ( বস্তুর নাম  )

5. family    ( সমষ্টির নাম )

6. smoking  ( এক বিশেষ কাজের নাম )

7.  health .  ( কোন গুণ বা অবস্থার নাম  )

লক্ষণীয় যে উপরের শব্দ গুলো এক একটা স্বতন্ত্র শ্রেণীর নাম প্রকাশ করছে । এই  শ্রেণী বিভক্তি মনে রাখলে Noun চেনা সহজ  হয় ।


Nouns Names :

Person           ( ব্যক্তি ) : Adil , Hasan , Sushanto , Mira, Mahin 

Places            ( স্থান    ) : Dhaka , London, Bangladesh , China 

Things           ( বস্তু  ) : cigarettes, table  , chair , fan , book , mobile 

Member Of Class ( কোন শ্রেণীর সদস্য ): shopkeeper, cow , dog , doctor , engineer 

A Group Of Person / Animals / Things ( মানুষ, প্রাণী, বা বস্তুর সমষ্টি) : Family, committee , cabinet, flock, furniture 

Action Or Activities  ( কার্যাবলী ) : walking, running, cooking , camping ( এই সকল প্রকার noun verb এর সাথে ing যোগ করে তৈরি করা হয়   )
 Qualities, Emotions, Or Conditions Of People Or Things : ( গুন বা আবেগ বা মানুষ ও বস্তুর অবস্থা: health,  Love, kindness, peace, sickness,  

      
সকল 
 Noun অবশ্য এভাবে ভাগ করা যায় না তবে  বেশির ভাগ Noun কেই এই ভাবে ভাগ করা যায় ।

 
               

Wednesday, October 12, 2016

What is Linking Verb ? Subject and Predicate

এবার আমরা আর একটি গুরুত্বপূর্ণ  বিষয় জানবো ঃ


He হল subject , is  এখানে linking verb তাহলে Doctor  কি  object ? না এই sentence a কোন object নাই ।
এখানে Doctor হল he আর আর একটি  complement .


Complement : complement হল  subject এর ভিন্ন পরিচয় বা রুপ । complement দ্বারা subject  সম্পর্কেই কিছু বলা হয় ,  এখানে কোন কাজ থাকবে না ।

The most common linking verbs are forms of the verb to be:  am, is, are, was, were, being, been. ( সবচেয়ে বেশি ব্যবহার হয় )

Other common linking verbs  include:: appear, become, feel, grow, look, remain, seem, smell, sound, stay, taste, and turn.


Linking Verb : Linking verb ( LV ) এর কাজ হল subject ও complement  এর মধ্যে যোগ সূত্র স্থাপন করা । 
তবে auxiliary verb ও Linking Verb এক করলে চলবে না , দুটি ভিন্ন বিষয় ।















 Subject : একটি  sentence এ যার সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বলে ।Predicate : Subject সম্পর্কে যা কিছু বলা হয় তাকে Predicate বলে  । Subject  বাদে বাকি টুকুই Predicate ।
Example :
                  My mother cooks rice.                                                subject     Predicate

                   He may do the sum.
                    S             P                                                             Tasmia goes to market.
                    S             P


                                 



Monday, October 3, 2016

The Sentence

Sentence ( বাক্য )

Sentence বা বাক্য হল শৃঙ্খল ভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে ।
একটি বাক্যে বা sentence এ প্রধান ৩টি বৈশিষ্ট্য থাকতে হবেঃ

* Completeness of sentence ( অর্থের পূর্ণতা )
* Correct Order ( যথাযথ শৃঙ্খলা )
* Combination of word ( শব্দগুচ্ছ )

Examples : Completeness of sentence ( অর্থের পূর্ণতা ) 


বাড়ি যায় 
I home
সে ভাত 
He rice
সাগর মাঠে 
Sagor in the field

উপরের শব্দ গুলিকে কোন ভাবেই আমরা বাক্য বলতে পারি না কারন এগুলো একটাও পূর্ণ
 অর্থ প্রকাশ করতে পারেনি ।

যদি আমারা এভাবে লেখি ঃ

সে বাড়ি যায় ।
He goes home.

সে ভাত খায় ।
He eats rice.

সাগর মাঠে খেলে ।
Sagor plays in the field.

উপরের সব শব্দগুচ্ছ গুলিই পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে তাই প্রতিটিই বাক্য বা sentence ।

Examples : Correct Order ( যথাযথ শৃঙ্খলা )

* যায় সে বাড়ি
Goes home he

* খায় ভাত সে
Eat rice he

উপরের শব্দগুচ্ছ গুলোর কোন Order বা শৃঙ্খলা নেই তাই এ গুলো বাক্য বা Sentence না । একটি বাক্য হতে গেলে অবশ্যই শৃঙ্খলা বা Order থাকতে হবে অর্থাৎ প্রতিটি শব্দেরই নির্দিষ্ট স্থান আছে ।

তাহলে আমরা বলতে পারি ; বাক্য হল এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে ।

                                           Elements of the Sentence





                                                 



Sunday, October 2, 2016

Learning English To English Grammar

আসসালামু , আলাই, কুম । আমি ইংলিশ গ্রাম্মারের  বিজ্ঞ কেউ না । তবুও  অনেক সাহস করে ইংলিশ গ্রাম্মার নিয়ে লেখার কথা ভাবছি । আমার পূর্ব কোন অভিজ্ঞতা নেই লেখালেখি করার ।  জানি আমাদের দেশে অনেক বড় বড় ইংলিশ স্যাররা রয়েছে তারা অনেক ভালো ভালো ইংলিশ গ্রাম্মারের উপর বই লিখেছেন , কিন্তু আমার উদ্দেশ্য একটু ভিন্ন , এখন মানুষ প্রযুক্তি নির্ভর , ইন্টারনেট এখন সহজ লভ্য তাই এখানেই ভালো কিছু বই বিশ্লেষণ করে আমার মত করে লিখব । 

 আল্লাহ্‌ যদি দয়া করে, তবে আমি অতি সাধারণ গ্রাম্মার থেকে শুরু করে উচ্চতর গ্রাম্মার পর্যন্ত লিখব আমার বিশ্বাস যারা ইংলিশ গ্রাম্মার নিয়ে দূরচিন্তা করছেন তাদের উপকারে আসবে । 


আমি ৪ টা ভাগে ভাগ করে লিখব


Fast Part এ যা থাকবে;