Monday, October 3, 2016

The Sentence

Sentence ( বাক্য )

Sentence বা বাক্য হল শৃঙ্খল ভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে ।
একটি বাক্যে বা sentence এ প্রধান ৩টি বৈশিষ্ট্য থাকতে হবেঃ

* Completeness of sentence ( অর্থের পূর্ণতা )
* Correct Order ( যথাযথ শৃঙ্খলা )
* Combination of word ( শব্দগুচ্ছ )

Examples : Completeness of sentence ( অর্থের পূর্ণতা ) 


বাড়ি যায় 
I home
সে ভাত 
He rice
সাগর মাঠে 
Sagor in the field

উপরের শব্দ গুলিকে কোন ভাবেই আমরা বাক্য বলতে পারি না কারন এগুলো একটাও পূর্ণ
 অর্থ প্রকাশ করতে পারেনি ।

যদি আমারা এভাবে লেখি ঃ

সে বাড়ি যায় ।
He goes home.

সে ভাত খায় ।
He eats rice.

সাগর মাঠে খেলে ।
Sagor plays in the field.

উপরের সব শব্দগুচ্ছ গুলিই পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে তাই প্রতিটিই বাক্য বা sentence ।

Examples : Correct Order ( যথাযথ শৃঙ্খলা )

* যায় সে বাড়ি
Goes home he

* খায় ভাত সে
Eat rice he

উপরের শব্দগুচ্ছ গুলোর কোন Order বা শৃঙ্খলা নেই তাই এ গুলো বাক্য বা Sentence না । একটি বাক্য হতে গেলে অবশ্যই শৃঙ্খলা বা Order থাকতে হবে অর্থাৎ প্রতিটি শব্দেরই নির্দিষ্ট স্থান আছে ।

তাহলে আমরা বলতে পারি ; বাক্য হল এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে ।

                                           Elements of the Sentence





                                                 



No comments:

Post a Comment