Sunday, October 16, 2016

Noun

Noun : যে কোন কিছুর নামই Noun ।
আমরা Noun কে প্রথম দৃষ্টি কোন থেকে দুটি ভাগে ভাগ করা যায়  ।

1. Concrete Noun

2. Abstract Noun

* Concrete Noun : এই ভাগের Noun গুলোর অস্তিত্ব বিদ্যমান যা আমরা অনুভব করতে পারব বা দেখা যায় বা গন্ধ দিয়ে অনুভব করা যায় , ছোঁয়া যায় ,আস্বাদন বা স্বাদ নেওয়া যায় অর্থাৎ এই প্রকার Noun গুলোর বাহ্যিক অস্তিত্ব থাকবে ।
Example : যা দেখা যায়ঃ  cow, book, gold, rice , animal  , etc

 যার গন্ধ নেওয়া যায়ঃ      air, gas ,  odour etc.

* Concrete Noun কে আবার চার ভাগে ভাগ করা যায় 

a. Proper Noun : কোন একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ,স্থান, প্রভৃতির   নাম বুঝায় তাকে   Proper Noun  বলে

b. Common Noun : কোন এক শ্রেণীর  ব্যক্তি বা বস্তুর  প্রত্যেকের একটি সাধারণ নাম বুঝায়  তাকে   Common Noun বলে 




c. Collective Noun : একজাতীয়  ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বুঝায়  তাকে  Collective Noun বলে ।
  
Example : Navy, Flock , party , committee , crowd, band, fleet , 


একটু লক্ষ্য করুণ এখানে  Navy ( নৌ সেনাদল ) হল Collective Noun  কারন কতিপয়  ব্যক্তি  একত্রে এই সেনাদল গঠিত , ধরুন এই দলে যারা আছে তাদের নাম , সাব্বির , সাকিব , মাশরাফি , নাসির, এদের দ্বারা গঠিত এই ( Navy ) নৌ সেনাদল  এই এদের সমষ্টি হল  Collective Noun  এবং তাদের প্রত্যেক জনের নাম Proper Noun আবার যদি বলি এরা সবাই মানুষ ( Man ) তাহলে এই  man হবে  Common Noun । 

এভাবে  Flock ( ঝাক ) Collective Noun  =  crow ( কাক  ) Proper Noun   = Bird ( পাখি  ) Common Noun

এভাবে চিন্তা করে দেখুন সব বুজতে পারবেন ।


d. Material Noun : যে বস্তুকে  একক ভাবে গণনা করা যায় না   তাকে  Material Noun বলে ।


Example : salt , rice , water , gold, etc


2. Abstract Nounঃ 2. Abstract Noun নের কোন অস্তিত্ব নেই, একে শুধু  কল্পনা করা যার । আর কল্পনার বস্তুকে দেখা যায় না , ধরা যায় না , ছোঁয়া যায় না , গন্ধ দিয়ে অনুভব করা যায় না স্বাদ নেওয়া যায় না ।

Example : Poverty  ( দারিদ্রতা  )

                Truth     ( সত্যতা  )

                Thought ( ভাবনা  )
               
                 Life       ( জীবন   )


এবার এই Noun কে অন্য ভাবে চিনবো ঃ


Adil lives in Dhaka . He is a shopkeeper . He sells cigarettes and somehow manages to support 

his family . But he hates smoking because it is dangerous to health

উপরের নীল কালি দিয়ে লেখা word গুলো Noun , কারন এগুলো নাম বাচক শব্দ ।    এবার আমারা  নীল কালি দিয়ে লেখা word গুলো নেই এবং কি ধরনের নাম প্রকাস করছে টা জানি  । 

1. Adil              ( ব্যক্তির নাম )

2. Dhaka           ( স্থানের নাম )

 3.shopkeeper .  ( এক শ্রেণীর মানুষের নাম )

4. cigarettes      ( বস্তুর নাম  )

5. family    ( সমষ্টির নাম )

6. smoking  ( এক বিশেষ কাজের নাম )

7.  health .  ( কোন গুণ বা অবস্থার নাম  )

লক্ষণীয় যে উপরের শব্দ গুলো এক একটা স্বতন্ত্র শ্রেণীর নাম প্রকাশ করছে । এই  শ্রেণী বিভক্তি মনে রাখলে Noun চেনা সহজ  হয় ।


Nouns Names :

Person           ( ব্যক্তি ) : Adil , Hasan , Sushanto , Mira, Mahin 

Places            ( স্থান    ) : Dhaka , London, Bangladesh , China 

Things           ( বস্তু  ) : cigarettes, table  , chair , fan , book , mobile 

Member Of Class ( কোন শ্রেণীর সদস্য ): shopkeeper, cow , dog , doctor , engineer 

A Group Of Person / Animals / Things ( মানুষ, প্রাণী, বা বস্তুর সমষ্টি) : Family, committee , cabinet, flock, furniture 

Action Or Activities  ( কার্যাবলী ) : walking, running, cooking , camping ( এই সকল প্রকার noun verb এর সাথে ing যোগ করে তৈরি করা হয়   )
 Qualities, Emotions, Or Conditions Of People Or Things : ( গুন বা আবেগ বা মানুষ ও বস্তুর অবস্থা: health,  Love, kindness, peace, sickness,  

      
সকল 
 Noun অবশ্য এভাবে ভাগ করা যায় না তবে  বেশির ভাগ Noun কেই এই ভাবে ভাগ করা যায় ।

 
               

1 comment:

  1. I appreciate all your articles. Such a great help. I am very happy to have come across your channel . Sharing your knowledge and expertise on English Grammar are of great help! Thank you

    ReplyDelete